ঢাকা , রবিবার, ২০২৫ মে ১১, ২৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ার কুখ্যাত ইয়াবা কামাল গ্রেফতার

অনিরুদ্ধ অপু, (রাঙ্গুনিয়া) চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১০, ০৫:০২ অপরাহ্ন
#

এস এম কামাল উদ্দিন নামের এক যুবলীগ ক্যাডারকে আটক করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গত ৮ মে দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরফভাটা ভূমিরখিল এলাকা থেকে এসআই শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল কামালকে আটক করতে সক্ষম হয়। কামাল ভূমিরখিলের আহমদ ছৈয়দের ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার কামালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালজুড়ে ছিনতাই, ডাকাতি ও ইয়াবা বিক্রিসহ নানা অপরাধে জড়িত ছিলেন কামাল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করতেন এবং চাঁদাবাজি ও ছিনতাইয়ে লিপ্ত থাকলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। ২০১৭ সালের ১৮ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলায়ও তিনি জড়িত ছিলেন। ২০২৪ সালের ৩ আগস্ট আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বিপ্লব পরবর্তী তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সিফাতুল মাজদার জানান, কামালের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা, ইয়াবা বিক্রি, ছিনতাই এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ভূমি দখলের অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এস এম কামাল উদ্দিন ওরফে 'ইয়াবা কামাল' রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশাহ'র ভাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video