ঢাকা , রবিবার, ২০২৫ মে ২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে মাইক্রোবাস উল্টে বিলে, গুরুতর আহত যাত্রীরা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ২২, ০৪:০৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে বিলে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভোররাত ৪টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং পেলাগাজী দিঘী মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির নম্বর ছিল ঢাকা মেট্রো-চ-১৬-১৮৩৬।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িটি বারৈয়ারহাট হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video