চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবদুল হাকিম শামিম। উক্ত ইউনিয়নের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে প্যানেল চেয়ারম্যান-২ এর দায়িত্বে থাকা আবদুল হাকিম শামিমকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক পত্রে আবদুল হাকিম শামিমকে এই দায়িত্ব প্রদান করা হয় বলে জানা গেছে।
দীর্ঘদিন পর কাঞ্চনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান নিয়োগ দেয়ায় স্থানীয় পরিষদ থেকে সবধরনের নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন