ঢাকা , বুধবার, ২০২৫ মে ০৭, ২৩ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৫০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২৭, ০৬:১১ অপরাহ্ন
#

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ কমাতে চট্টগ্রামে সম্প্রতি ৫০০ শয্যার নতুন হাসপাতাল চালুর পরিকল্পনা হাতে নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। তারই আলোকে ২৬ এপ্রিল (শনিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম আজ হাটহাজারীর ৩টি স্পট পরিদর্শন করেন।
তিনি আজ উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের জন্য মিঠাছড়া সংলগ্ন, পৌরসভার মোহাম্মদপুর সংলগ্ন এবং ফতেয়াবাদ সংলগ্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা মহোদয় স্থানীয় জনসাধারণের সাথে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলাপ আলোচনা করেন।
উপস্থিত ব্যক্তিবর্গরা বলেন, ৫০০ শয্যার হাসপাতালটি মাননীয় প্রধান উপদেষ্টার নিজ উপজেলা তথা হাটহাজারীতে নির্মিত হলে উত্তর জেলার রোগীদের চিকিৎসা ব্যবস্থায় অনেক দুর্ভোগ লাঘব হবে।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়, ফটিকছড়ি, রাউজান থেকে রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে গিয়ে যানজট এবং সময়ের ভোগান্তি পোহাতে হয়।
হাটহাজারীর কেন্দ্রবিন্দুতে নতুন হাসপাতালটি নির্মিত হলে মৃত্যুর হাত থেকে অনেক রোগী প্রাণে বেঁচে যাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মাননীয় বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ অং সুই প্রু মারমা মহোদয়, মাননীয় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব নিয়াজ মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video