ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ আগস্ট ২৮, ১৩ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভুয়া কবিরাজ ইসলামের প্রতারণার ফাঁদ, শিকার গার্মেন্টস কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০৫:৫০ অপরাহ্ন
#

চট্টগ্রামের ফাটাইন্যের গোদা তালুকদার কলোনি এলাকায় ভুয়া কবিরাজ ইসলামের প্রতারণার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। তাবিজ-কবচ, গাছগাছালির নির্যাস ও অবৈজ্ঞানিক চিকিৎসার নামে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি স্বামী-স্ত্রীর মিলন, প্রেমিক-প্রেমিকাকে ফেরানো, ব্যবসায় উন্নতি, হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া এবং বন্ধ্যাত্ব দূর করার মতো অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছেন।

সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, ইসলাম কবিরাজ মূলত গার্মেন্টস কর্মীদের টার্গেট করে প্রতারণা চালান। তার দাবি, এক ফুঁতেই সব সমস্যার সমাধান সম্ভব! এই মিথ্যা আশ্বাস দিয়ে তিনি সরলপ্রাণ মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করলে তিনি ইসলাম কবিরাজের কাছে যান। তখন ইসলাম তাকে আশ্বাস দেন যে, তিনি ওই বিয়ে ভেঙে দিয়ে প্রেমিকাকে ফিরিয়ে দিতে পারবেন, তবে এর জন্য ৫০,০০০ টাকা দিতে হবে!

গোপন সূত্রে খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ইসলামের প্রতারণার বিষয়ে অনুসন্ধান করতে গেলে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের চাঁদাবাজ বলে অপবাদও দেন। এ বিষয়ে এক গণমাধ্যমকর্মীর কাছে একটি অডিও বার্তা সংরক্ষিত রয়েছে। কিছু অসাধু সাংবাদিক ও এলাকার একটি কুচক্র মহলও এতে জড়িত বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video