ঢাকা , রবিবার, ২০২৫ মে ২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ২১, ০৩:৪৭ অপরাহ্ন
#

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের অস্থায়ী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, শহিদুল ইসলাম সুমন ও ধনেশ্বর ত্রিপুরা।

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়কালে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

চেয়ারম্যান বলেন, “আমি নতুন, ভুলত্রুটি হলে আমাকে জানান। আমি খাগড়াছড়ির মানুষ, আপনারাও খাগড়াছড়ির মানুষ। সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে, যেন একসঙ্গে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, সমাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাঁদের নিরপেক্ষ, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা রয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, সত্যতা এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video