ঢাকা , মঙ্গলবার, ২০২৫ আগস্ট ২৬, ১০ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ০১:৩৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ মার্চ) কর্ণফুলী উপজেলা প্রশাসন পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে ফাজিলখাঁর বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

অভিযান পরিচালনাকালে ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি, মূল্যতালিকা না থাকা অভিযোগে ৪টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, "পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" মোবাইল কোর্টে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video