ঢাকা , সোমবার, ২০২৫ আগস্ট ২৫, ১০ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক আলোচনা

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০১:০৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী।

সোমবার (১৭ মার্চ) দোহা কনভেনশন হলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এই প্রোগ্রামের আয়োজন করে "স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন" নামের একটি সংগঠন।

শিক্ষার্থী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও সংগঠনের পরিচালক আব্দুল কাইউমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার ঈশা খান। প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে মূল আলোচনা করেন চট্টগ্রাম ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, পেশাজীবী নেতা আব্দুস সবুর, বারখাইন ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি মাহফুজ কলি, মোহাম্মদ মনসুর, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, রিয়াদ মাহমুদ, মোহাম্মদ ইনান প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video