ঢাকা , শনিবার, ২০২৫ আগস্ট ২৩, ৮ ভাদ্র ১৪৩২
#

খেলা

নতুন অধিনায়ক পেলো জার্মানি

স্পোটর্স ডেক্স
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ সেপ্টেম্বর ০৩, ০২:২৭ অপরাহ্ন
#

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জসুয়া কিমিচকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে জার্মানি। গতকাল সোমবার তার হাতে জার্মান ফুটবল দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়। 
সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর গেল ১৯ আগস্ট অবসর নেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। সে সময় থেকে জার্মানির জাতীয় ফুটবল নেতৃত্বশূন্য ছিল। ১৪ দিন পর জার্মানির দায়িত্ব নিলেন কিমিচ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উয়েফা ন্যাশনস লিগে জার্মানিকে নেতৃত্ব দেবেন তিনি।
কিমিচের সহকারী হিসেবে থাকবেন আরও দুইজন- রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ও আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভের্টজ।
ন্যাশনস লিগে জার্মানির প্রথম খেলা আগামী শনিবার হাঙ্গেরির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে জার্মানি।
জার্মানিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগে থেকেই আছে কিমিচের। নিয়মিত অধিনায়কের ইনজুরি সাপেক্ষে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের ক্লাব বায়ার্নকেও কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কিমিচ।

জার্মান ফুটবল ফেডারেশন গতকাল জানিয়েছে, ক্যারিয়ারে ৯১টি আন্তর্জাতিক ম্যাচে ১৭ বার অধিনায়কের আর্মব্র্যান্ড পরেছিলেন কিমিচ। তাকে গুন্দোয়ানের যোগ্য উত্তরসূরি বলে উল্লেখ করেছেন জার্মানির কোচ হুলিয়ান নাগলসম্যান।
২০২৪ সালের ইউরোর পর একযোগে অবসর নেন জার্মানির ৪ অভিজ্ঞ ফুটবলার। গুন্দোয়ান ছাড়া বাকি ৩ জন হলেন- ম্যানুয়েল ন্যুয়ার, টমাস মুলার ও টনি ক্রুস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video