ঢাকা , শনিবার, ২০২৫ মে ১৭, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
#

আন্তর্জাতিক

ইরানে দুর্ঘটনায় বাস খাদে পড়ে ১০ সেনাসদস্য নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০৬:৩২ অপরাহ্ন
#

পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে ১০ সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে। শনিবার লোরেস্তান প্রদেশের একটি গভীর উপত্যকায় দুর্ঘটনাটি ঘটে, যা রাজধানী তেহরান থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেওয়া হলে আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন সেনাসদস্য ভ্রমণ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাসটি দ্রুতগতিতে চলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে এটি গভীর খাদে পড়ে যায়।

উল্লেখ্য, ইরানে প্রতিবছর সড়কের বেহাল অবস্থার কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতি বছর প্রায় ১৭ হাজার মানুষ মারা যায়, যা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video