ঢাকা , বুধবার, ২০২৫ মে ০৭, ২৩ বৈশাখ ১৪৩২
#

বিনোদন

'পুষ্পা ২' সিনেমার বিতর্ক: আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৪:৩০ অপরাহ্ন
#

অলরেডি জনপ্রিয় সিনেমা 'পুষ্পা ২' এর জন্য আলোচিত হওয়া আল্লু অর্জুনের জন্য বিড়ম্বনাগুলোর শেষ নেই। এই সিনেমার সাফল্যকে কেন্দ্র করে তিনি একাধিক বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি, অভিনেতা তার বাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের বাড়ির সামনে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে। কেউ বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছে ভিতরে। এই হামলার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হামলাকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্য বলে জানা গেছে।

২৩ ডিসেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের বাসভবনে যখন বিক্ষোভকারীরা ভাঙচুর চালাচ্ছিল, তখন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামলার সময়, আল্লু তড়িঘড়ি করে তার পরিবারের সদস্যদের এবং সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেন।

এছাড়া, আল্লু অরবিন্দ জানান, বাড়িতে যা ঘটেছে তা সবাই দেখেছে, তবে এখন প্রতিক্রিয়া জানানোর সময় আসেনি। তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর হায়দরাবাদের 'সন্ধ্যা থিয়েটার'-এ 'পুষ্পা টু: দ্য রুল' সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী ভক্তের মৃত্যু ঘটে। এই ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, পরে ১৩ ডিসেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে, একদিন পর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video