অক্সিজেন জোগায় যে ইনডোর প্লান্টগুলো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ৩১, ০৫:০৪ অপরাহ্ন
অক্সিজেন সরবরাহ বাড়াতে বাড়িতে ইনডোর প্লান্ট বসাতে পারেন। বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো দিনের পাশাপাশি রাতেও অক্সিজেনের জোগান দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই গাছগুলো সম্পর্কে- * স্নেক প্ল্যান্ট: রাতে এই গাছটি অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। তাই বাড়ির মধ্যে এই গাছটি রাখলে যেমন বাড়ির শোভা বাড়বে তেমনি বাড়ির ভেতরের বাতাস বিশুদ্ধ থাকবে। * অ্যালোভেরা: অ্যালোভেরা গাছের উপকারিতা আমরা কেউই জানি না এমন নয়। ইনডোর প্লান্ট হিসেবে যতটা গুরুত্ব রয়েছে তেমনি অন্যদিকে এর আরেকটি কথা আমরা অনেকেই জানি না। তা হলো এটি রাত্রিবেলা অক্সিজেনের জোগান বজায় রাখে। এই গাছটির জন্য বিশেষ যত্ন দরকার নেই। আপনি যেকোনো জায়গায় রাখলেই গাছটি বেড়ে উঠবে। * নিম: এই গাছের নাম আমরা ছোট থেকেই বইয়ের পাতায় পড়ে এসেছি। এটি রাতে বাতাস শুদ্ধ করতে পারে। বাড়ির ভেতরে উঠোনে বা এমন কোনো খোলা জায়গায় যদি কাজে লাগাতে পারেন বিশেষ করে বাড়ির মাঝখানে কোনো জায়গায় তবে গোটা বাড়িজুড়ে পরিশুদ্ধ অক্সিজেন বজায় থাকবে। পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে গাছটি। * অশ্বত্থ: রোগ নিরাময় করা ছাড়াও এই গাছটি রাতের বেলা অক্সিজেনের জোগান বজায় রাখতে সাহায্য করে। ফলে শ্বাসকষ্টের সমস্যা যাদের হয় তাদের জন্য এই গাছ খুবই উপকারী।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework