ভাষা সৈনিক শামসুজ্জোহা একে এম শামসুজ্জোহার ৩৪ তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ফেব্রুয়ারী ২০, ০১:৪০ অপরাহ্ন
বঙ্গবন্ধুর অন‍্যতম সহচর মরহুম এ কে এম শামসুজ্জোহার ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ যুবলীগ শ্রমিকলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। একে এম শামসূজ্জোহার বাবা খান সাহেব ওসমান আলী ছিলেন এম এল এ। একে এম শামসূজ্জোহা বঙ্গবন্ধুর অন‍্যতম সহচরদের একজন ছিলেন মুজিব সরকারের আমলে তিনি নিজে ছিলেন সংসদ সদস‍্য এবং তার তিন ছেলের মধ্যে প্রায়ত নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের চার বারের এমপি। মেঝো ছেলে বতর্মানে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি এবং সর্ব কনিষ্ঠ ছেলে শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪ আসনের ২বারের এমপি এবং নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রাণ পুরুষ হিসেবে খ‍্যাতি আর্জন করেছেন। প্রতি বছরের ন‍্যায় আজকেও সকালে তার কবরে পুস্পস্তবক অর্পনেরপর দোয়া আয়োজন করেন দলীয় নেতা কর্মীরা এবং বাদ জোহর পারিবারিক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতার উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রায় ২০ হাজার লোকের উপস্থিত থাকেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework