বিএনপি-জামায়াত ভণ্ড ও প্রতারকদের সংগঠন: যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ০৪, ০৪:১২ অপরাহ্ন

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াত ভণ্ড ও প্রতারকদের সংগঠন। তাদের নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে আজ দণ্ডিত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি। দুজনে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ।

শনিবার (৪ মার্চ) রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, বিএনপি এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ২০১৪ সালে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল। এখন তারা পদযাত্রার নামে পথ খুঁজছে কীভাবে এদেশের মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার বানানো যায়। বিএনপি লাশের রাজনীতি করতে অভ্যস্ত। তাই তারা দেশে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে বলেও দাবি করেন যুবলীগের চেয়ারম্যান।

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

এর আগে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেলসহসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ২৬ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে সফল করতে জেলার ৪২ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা থেকে যুবলীগের নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework