আক্রমণ করবে না আ. লীগ, উস্কানি দিলে সমুচিত জবাব: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ ডিসেম্বর ০৮, ১২:৪৭ অপরাহ্ন

দেশে সংঘাতের উস্কানি দিচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেয়া হবে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নাশকতার উস্কানি দিচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে সংঘাতে জড়িয়েছে বিএনপি। আর জঙ্গিদের মাঠে নামিয়ে পুলিশের ওপর হামলা করেছে তারা।


তিনি বলেন, মিডিয়ার একটা অংশ তাদের পক্ষ নিচ্ছে, গতকাল নয়াপল্টনে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি।

কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেয়া হবে না। আওয়ামী লীগও করবে না। 

দেশের সব পাড়া মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আজ থেকে সতর্ক পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework