‘দেবদাস’ করতে গিয়ে যে ঝামেলায় পড়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৫:১৫ পূর্বাহ্ন

 বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাসের কাহিনী অবলম্বনে বিভিন্ন ভাষায় একাধিকবার ছবি নির্মিত হয়েছে। বলিউডে দীলিপ কুমারের পর দেবদাস চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় ছবিটিতে পার্বতী ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত।

ছবিটি মুক্তির ১৯ বছর পূর্তিতে স্মৃতি রোমন্থন করেছেন শাহরুখ। তিনি মাধুরী, ঐশ্বরিয়া, জ্যাকি শ্রুফ, কিরন খেরের অসাধারণ কাজ ও নির্মাতা বানশালির ধৈর্যের প্রশংসা করেছেন।

শাহরুখ আরও জানিয়েছেন, বাঙালি বাবু দেবদাসের চরিত্রে অভিনয় করতে গিয়ে ধুতি পরতে হয়েছিল। অনভ্যস্ততার কারণে ধুতি নিয়ে শুটিংয়ে মধুর সমস্যায় পড়তে হয়েছিল তাকে। কারণ সেটি বারবার খুলে পড়ে যেত!


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework