দুই সিনেমা নিয়ে ফিরছেন নিশো

বিনোদন ডেক্স
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০৩:৪৩ অপরাহ্ন

সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর পর ডুব দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। অভিনেতা করছেন কী, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ভক্তরা। অপেক্ষার ইতি টেনে ফের বড় পর্দায় নিশোর ফেরার খবর এসেছে। এবার একটি নয়, পরপর আসছে নিশোর দুটি সিনেমা। দুটি সিনেমাই তৈরি হচ্ছে বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনায়। প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিশো।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। নতুন কাজের খবর দিতে সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে নিশো বলেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন।

সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সেজন্য তো সময় দিতেই হবে। তবে হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া।

হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। প্রযোজনা সংস্থা নিয়ে নিশোর ভাষ্য, এবার আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্টের। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework