করোনায় মৃত ব্যক্তি দাফনে এস আই টুটুল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ০৬, ১১:৪৪ অপরাহ্ন
করোনা যুদ্ধে আপন স্বজনরা যখন মুখ ফিরিয়ে নেয় তখন মৃত ব্যক্তি টিকে পরম মমতায় শেষ বিদায় জানাতে ছুটে আসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল। তেমনি মঙ্গলবার ৬ জুলাই খবর আসে করোনায় মৃত্যুবরণ করেছে একজন দ্রুত ছুটে যায় কোয়ান্টাম স্বেচ্ছা দাফন টিম।আবাক করা বিষয় হলো করোনার ভয়ে যখন মিডিয়া জগতে শিল্পীরা ঘরের কোণে তখন জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল করোনা শহীদের পরম মমতায় দাফন কার্যক্রমে ছুটে বেড়াছেন তিনি। এ বিষয়ে এস আই টুটুল ২৪ টিভি কে বলেন আমি খুবি সৌভাগ্যবান যে মানুষ এর জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। আমি কোয়ান্টাম দাফন কার্যক্রমের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য করছি মনে করছি। সমাজের সকল মানুষদের বলবো এখনি সময় স্রষ্টার সন্তুষ্টি অর্জন করার যার যে ভাবে সম্ভব মানুষ এর পাশে দাঁড়ান। উল্লেখ গত বছর ৭ এপ্রিল থেকে শুর হয় কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছায় দাফন কার্যক্রম।কোয়ান্টামের দেয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন ফাউন্ডেশনের কর্মীরা। এর মধ্যে মুসলিম তিন হাজার ৪২৮ জন, সনাতন ৪৮৭জন, অন্ত্যেষ্টিক্রিয়া ২২ জন এবং সমাধি করা হয়েছে ৩৪ জনের।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework