এক হচ্ছে ওয়ানপ্লাস ও অপো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ১৭, ১১:৪৫ পূর্বাহ্ন
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবং ওয়ানপ্লাস এতোদিন আলাদাভাবে পরিচালিত হয়ে আসছে। যদিও অপোর সাব-ব্র্যান্ড হিসেবে অনেকের কাছেই পরিচিত অপর ব্র্যান্ডটি। উভয় কোম্পানির মালিকানা প্রতিষ্ঠান বিবিকে ইলেকট্রনিক্স। এবার উভয় ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে একত্রিত হতে যাচ্ছে। ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা পিট লাউ এবং কার্ল পেই পূর্বে একসাথে ওয়ানপ্লাসে দায়িত্ব পালন করেছেন। ওয়ানপ্লাস প্রধান নির্বাহী কর্মকর্তা লাই ২০২০ সালের মে মাসে অপোর প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে তারা বিভিন্ন টিমকে একত্রে পরিচালনা করেছেন। পরিচালনা সহজ করা এবং যৌথ রিসোর্সের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে টিমগুলোকে পরিচালনা করা হয়। আর এতে বেশ আশাব্যাঞ্জক সাড়া পেয়েছে উভয় কোম্পানি। তারই পরিপ্রেক্ষিতে ওয়ানপ্লাসকে অপোর সাথে একত্রীকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে লাউ। লিউ বলেন, একত্রীকরণ হলে ভালো পণ্য তৈরির জন্য ওয়ানপ্লাস বাড়তি রিসোর্স পাবে। এছাড়া ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দ্রুততার সাথে কার্যকরী সফটওয়্যার আপডেট প্রদান করা সম্ভব হবে বলেও জানান লাউ। অপোর অধীনে থাকলেও ওয়ানপ্লাসের অপারেশন স্বাধীনভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন লাউ। তিনি বলেন, আমাদের নিজস্ব পণ্য আনার ধারাবাহিকতা অব্যহত থাকবে এবং অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া সরাসরি গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষায় কাজ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework