অর্থ আয়ের পথ সহজ করল ইউটিউব!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ১৪, ০২:৪৪ অপরাহ্ন
ইউটিউব দিয়ে অনেকেই এখন ঘরে বসেই আয় রোজগার করছেন। আয়ের সে পথকে আরও সহজ করে দিতে এবার এগিয়ে এসেছে ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউবে কন্টেন্ট ছাড়ার আগে সবচেয়ে বড় সমস্যা হল কপিরাইট। কপিরাইট কন্টেন্ট দিয়ে যেমন আয় করা যায় না, তেমনি বন্ধ হয়ে যেতে পারে আপনার চ্যানেলটিও। তাই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব অর্থ আয়ের পথকে আরও সহজ করে দিতে নতুন একটি টুল নিয়ে এসেছে। এ টুলটি ব্যবহার করলে যে কেউ যে কোনো কন্টেন্ট ইউটিউবে আপ করার আগেই এখন মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারবেন তার কন্টেন্টটিতে কপিরাইট ক্লেইমের কোনো আশঙ্কা আছে কি নেই। ইউটিউব তাদের নতুন চালু করা এই টুলটির নাম দিয়েছে 'চেকস'। কন্টেন্ট আপ করার প্রাক্কালে যে কেউ তাদের ডেস্কটপে ইউটিউবে ভিডিও আপ করার প্রসেসিং এ গেলেই এই অপশনটি খুঁজে পাবেন। এরফলে নিজের চ্যানেলটি যেমন নিরাপদ থাকবে, তেমনই অনেকটা আগে থেকেই নিশ্চিত হওয়া যাবে কন্টেন্টটি দিয়ে অর্থ আয়ের। এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারণত ৩ মিনিটের মতো সময় লাগবে। আর মনেটাইজেশনে সময় লাগবে আরও একটু বেশি। সূত্র: ভার্জ

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework