১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ১২:৩৫ অপরাহ্ন

১৭ বছর কারাভোগের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সকাল ১১টার পর কারাগারের সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেফতার হওয়া আব্দুস সালাম পিন্টু এতদিন কারাগারে ছিলেন। মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার মুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আব্দুস সালাম পিন্টু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পরিকল্পনা করেছেন। পরে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework