হেফাজতের বাধায় মধুপুরে লালন স্মরণোৎসব বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০১:১৩ অপরাহ্ন

হেফাজতে ইসলামের আপত্তির কারণে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন স্মরণোৎসব বাতিল হওয়ার অভিযোগ করেছেন আয়োজকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে মধুপুর লালন সংঘের আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। তবে হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ অনুষ্ঠানের আগেই বাধা দেয়। তাদের পক্ষ থেকে ইউএনও'র কাছে লালনের গান সম্পর্কে সমালোচনামূলক স্ক্রিনশট পাঠানো হয়, যাতে বলা হয় এই ধরনের মতবাদ শিরক বা কুফরি এবং এটি মধুপুরে চলতে দেওয়া যাবে না। এছাড়া তারা গোয়েন্দা সংস্থাগুলোকেও বিষয়টি জানায়।

এরপর মঙ্গলবার বিকেলে আয়োজকরা হেফাজতের সঙ্গে বৈঠকে বসে, কিন্তু হেফাজতের অনড় অবস্থানের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল করিম জানান, রাতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি, তবে কেন হয়নি সে বিষয়ে তিনি নিশ্চিত নন এবং পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework