হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ জানুয়ারী ০৬, ০৭:৩৬ অপরাহ্ন

হাসপাতালের লিফটের তার ছিঁড়ে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।  

শুক্রবার (৬ জানুয়ারি)  দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা (২১)।

হাসপাতালের মালিক ডা. সৈয়দ জালাল উদ্দিন আহম্মেদ বলেন, এই দুর্ঘটনার জন্য আমরা দায়ী না।

তবে বিষয়টি দুঃখজনক। হাসপাতালের পক্ষ থেকে দুর্ঘটনায় আহতের সুচিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework