হাতিরঝিলে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তরা) বিভাগ।  

গ্রেফতার মাদক কারবারীরা হলেন- মো. আবু জাহের ও মো. শাহাদত হোসেন।
তাদের কাছে থাকা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন জানান, লোভে পড়ে অল্প সময়ে টাকার মালিক হতেই তারা মাদক কারবারে জড়িয়ে পড়েন। তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি ও সরবরাহ করতেন।

গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework