সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশদের আন্দোলনে সংঘর্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৪:২২ অপরাহ্ন

সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাগ-বিতণ্ডার একপর্যায়ে লাঠিপেটা করে।

আন্দোলনরত পুলিশ সদস্যদের পাল্টা হামলায় আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তবে আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সরে যেতে বলেন।

কিন্তু আন্দোলনকারীরা সরতে রাজি না হলে বাগ-বিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশ সেটি ব্যবহার করেনি।

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিল, এছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের মধ্যে পাঁচজনকে আটক করতে দেখা যায়।

শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. দেলোয়ার হোসেন জানান, "কোনো আহতের বিষয়ে জানি না। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework