শিবপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার হাতে পুলিশের মারধর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০৪:০৩ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশের ওপর হামলা করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

আব্দুল হাছান জজ মিয়া নামের স্বেচ্ছাসেবক দলের ওই নেতার বাড়ি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে। তিনি শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে কর্মরত ছিলেন।

শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। সেখানে হাজত খানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। ক্ষিপ্ত হয়ে জজ মিয়া সবুজ মিয়াকে মারধর করেন।

পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে জজ মিয়া বলেন, ‘এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না।’ তিনি নাদিম সরকারকে ছাড়িয়ে দেয়ার জন্য হুমকি দেন। পরে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনার পর আহত পুলিশ সদস্য সবুজ মিয়া শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসী জানান, জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী, এবং তার দৌরাত্ম্য সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর বৃদ্ধি পেয়েছে। হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন, পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework