লক্ষ্মীপুরে সাদ আল আফনান হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ০৩:৫৪ অপরাহ্ন

৪ আগস্টে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি চালানো এবং কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাত ৪ টায় শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়ার পিএস হিসেবে পরিচিত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা এবং সাদ আল আফনান হত্যার মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা স্বপনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন ছিল সাদ আল আফনান হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামী। গ্রেফতারকৃত দুজনকে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি, সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামী করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework