রায়েরবাজার কবরস্থানে শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৬:১১ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন। শহিদদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলার জন্য উপদেষ্টা শনিবার (২৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে উপস্থিত হন।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহিদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, "শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না।" তিনি শহিদদের অবদানের কথা স্মরণ করে বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে।"

উপদেষ্টা আরও জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। এছাড়া শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে উপদেষ্টা জানান, "আগামী মাসের শুরুতে শহিদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান শুরু হবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework