ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে, এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) বিকেলে নগরীর মালগুদাম এলাকা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মিছিল শুরু করেন। মিছিলটি গাঙ্গিনাপাড় এলাকায় পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল তাদের সামনে আসার চেষ্টা করে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ‘শাহবাগী গোসল কর’-সহ উসকানিমূলক স্লোগান দিতে থাকে।
এর কিছুক্ষণ পর ইসলামী ছাত্র আন্দোলনের একটি মিছিল এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে যুক্ত হয়। পরে নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলা চালানো হয়। এতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলার আহ্বায়ক আরিফুল হাসান, বাকৃবি শাখার সহ-সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জুঁইসহ বাম জোটের বেশ কয়েকজন নেতাকর্মী।
হামলার পর বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা পুনরায় মিছিল সংগঠিত করেন এবং সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি গণতান্ত্রিক আন্দোলনের ওপর ফ্যাসিবাদী আক্রমণের অংশ। সারাদেশে খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে যখন সাধারণ ছাত্র-জনতা আন্দোলন করছে, তখনই কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী সেই আন্দোলনকে দমনের চেষ্টা করছে।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস দাবি করেন, “আমাদের মিছিল টাউন হল থেকে গাঙ্গিনাপাড় গেলে বাম জোটের নেতাকর্মীরা কটূক্তি করে, তাই আমরা তাদের ধাওয়া দিই।”
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “বাম গণতান্ত্রিক জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।”