বাউফলে তিনটি বাসে অভিযান, ১৪ মন জাটকা ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০১:১৪ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

জব্দকৃত বাসগুলো হলো মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন। তবে জাটকা আটক করা হলেও সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ঢাকায় নেওয়া হয়, যা বাসের ভেতরে তীব্র গন্ধ সৃষ্টি করে এবং যাত্রীদের ভোগান্তির কারণ হয়। তারা দীর্ঘদিন ধরে এ নিয়ে অভিযোগ জানালেও কার্যকর সমাধান মেলেনি।

এর আগেও প্রশাসন বাস কোম্পানিগুলোকে সতর্ক করেছে এবং একাধিকবার জরিমানা করেছে। তবে তবুও নিয়মিত এসব বাসে মাছ পরিবহন করা হচ্ছে।

বাউফলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “গলাচিপা থেকে ঢাকাগামী চারটি বাসে ৫-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ পাচারের খবর পাই। অভিযান চালিয়ে তিনটি বাস থেকে ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে এর পরিমাণ প্রায় ১৪ মন বলে ধারণা করছি।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework