বাংলাদেশপন্থিদের হাতে থাকবে দেশ, দিল্লিপন্থিদের নয়: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৪:২১ অপরাহ্ন

আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বাংলাদেশপন্থিরাই এই দেশে রাজনীতি করবে, আর কোনো বাকশালের সুযোগ থাকবে না।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হবে না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, বর্তমান সরকার যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলো সংস্কার করেই সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করা হবে না। এ দেশ থাকবে বাংলাদেশপন্থিদের হাতে, দিল্লিপন্থিদের জায়গা আর হবে না।

একই দিন বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সেখানে নাগরিক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework