প্রেমিকার অন্যত্র বিয়ে, ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ-গোসল!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ Jun ১০, ০৫:২২ অপরাহ্ন

নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আহাদ আলীর (২০)। সর্বশেষ কয়েক বছর ধরেই তাদের এই সম্পর্ক চলে আসছিল। হুট করেই পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ওই প্রেমিকার। সম্প্রতি তার বিয়ে হয়ে যায়। এতেই ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওই প্রেমিক। ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের।

আজ শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন প্রেমিক আহাদ আলী। দুধ দিয়ে গোসলের সময় ভুক্তভোগীর পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতি ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। তিনি জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক মেয়ের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি, ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভ ও অভিমানে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

ডালিম হোসেন বলেন, ‘পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework