পাহাড়ের চূড়া থেকে অপহরণ মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ১২:১৩ অপরাহ্ন

গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে টেকনাফের মারিশবনিয়া এলাকায় ৭ম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত (১৩) নামের এক শিশুকে অপহরণের ঘটনায় তার মা নাজমা কাউসার বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৮ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের ধারায় রুজু করা হয়।

পরবর্তীতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে, মামলাটি প্রত্যাহারের জন্য পলাতক আসামিরা বাদী ও তার পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে বলে দাবি করেন বাদী।

এ অবস্থায় বাদী ও পুলিশের অনুরোধক্রমে র‌্যাব, পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ১৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, মামলার এজাহারনামীয় আসামি রাসেল ও আতিক উল্লাহ মারিশবনিয়া পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাবের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১) মোঃ রাসেল (২৪)
২) মোঃ আতিক উল্লাহ (২৯)
উভয়ের পিতা: সিদ্দিক আহাম্মেদ,
সাং: মারিশবনিয়া, ৯ নম্বর ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework