পাঁচবিবিতে ছাত্রদল ও ছাত্র-জনতার সন্ত্রাস বিরধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০২:৩৪ অপরাহ্ন

জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহমেদ পিয়ালের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং পাঁচবিবিকে সন্ত্রাসমুক্ত রাখার দাবিতে ছাত্রদল ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে পাঁচবিবির প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিল থেকে বক্তারা সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পাঁচবিবিকে সন্ত্রাসমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আন্দোলনকারীরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework