পাঁচবিবি সীমান্তে বিজিবির মাদক উদ্ধার

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০৪:১০ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও অ্যাম্পোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৮ বোতল ফেনসিডিল ও অ্যাম্পোল ৯৮০ পিস উদ্ধার করেছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় পোনে ৬ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। হাটখোলা বিওপি কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে মাদক কারবারীরা সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির চোখ ফাঁকি দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework