ধামরাইয়ের সাবেক মেয়র গোলাম কবীর গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৬:১৫ অপরাহ্ন

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে সাভারের নবীনগরে র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানির কমান্ডার মেজর জালিস মাহমুদ খান সাংবাদিকদের নিশ্চিত করেন।

গোলাম কবীর মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ধামরাই থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জানা যায়, গত ৫ আগস্ট ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে সাদ নামে একজন ছাত্র শহিদ হন।

উক্ত হত্যাকাণ্ডের পর ধামরাই থানায় মামলা দায়ের করা হয়, যেখানে গোলাম কবীর মোল্লাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম ছিল। তবে মামলায় কোনো পুলিশ সদস্যকে আসামি করা হয়নি।

গোলাম কবীর মোল্লা এ ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে ধামরাই থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework