ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবি নারী সেলের বিক্ষোভ সমাবেশ

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১১, ০১:৫২ অপরাহ্ন

সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, ছিনতাই- ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেল।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে উপজেলা নারী সেলের আহবায়ক  তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,আদিবাসী নেত্রী পার্বতী রিছিল,নারী সেল নেত্রী মরিয়ম আক্তার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বক্তারা আরও বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, নারী সেলের সদস্যরা এবং সাধারণ জনগণ। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দুর্গাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework