দেশের পরিবর্তনে নেতাদের স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরলেন জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ২৫, ০৪:৪০ অপরাহ্ন

জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান মৌলিক সংস্কারের জন্য সরকারের কাছে আবারও যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক নেতারা যদি স্বচ্ছ থাকেন, তবে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে এবং জনগণের সম্মানও তারা অর্জন করতে পারবেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে এবং ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে গিয়ে লুটপাট করে।” তিনি আরও বলেন, “দেশের চেয়ে নেতা বড় হওয়ার মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেইনি, বরং সংস্কারের জন্য যৌক্তিক সময় চেয়েছি।” তিনি সরকারের কাছে মৌলিক সংস্কারের জন্য যৌক্তিক সময় বিবেচনার আহ্বান জানান।

এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে।” তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework