দেশ গড়ার পরিবর্তে নিজেদের সাজিয়েছে শাসকরা: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৩:৫০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ বিশ্বে বিরল। তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছর যারা দেশ শাসন করেছে, তারা দেশের উন্নয়নের বদলে নিজেদের স্বার্থে কাজ করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আঠারো মাইল বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান জানান, শাসকরা দেশের মানুষের জন্য কাজ সৃষ্টির পরিবর্তে তাদের রিজিক আত্মসাৎ করেছে। বেকারত্বের মিছিল ক্রমেই দীর্ঘ হয়েছে, যার জন্য বিগত সরকার দায়ী।

তিনি আরও বলেন, “যারা গণহত্যা করেছে এবং দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে নিরীহ জনগণের ওপর গুলি চালিয়েছে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।” স্বৈরাচার পালিয়ে গেলেও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের প্রতি ভালোবাসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের কোনো স্থান থাকবে না। যেখানে আমাদের মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework