ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ জন নিহত, চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০৪:৫৬ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় দায়ী ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক চালক নুরুদ্দিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, শুক্রবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা এক প্রাইভেট কার ও মোটরসাইকেলকে বাসের ধাক্কায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন প্রাইভেট কারের যাত্রী, যারা হলেন আয়াজ, আমেনা, ইমি ও নিহা। অন্যদিকে, নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রেশমা আক্তার (২৪) এবং তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework