ঝালকাঠিতে চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০৪:০৮ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় নামক স্থানে শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হেলপার মনজু (৩০) সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকার শহিদুল জমাদ্দার এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরা পরিবহন নামক একটি বাস ঝালকাঠি থেকে ছেড়ে এসে ভান্ডারিয়া দিকে যাচ্ছিল। মেডিকেল মোড় এলাকাতে আসলে গাড়িটি ডান দিকে টান নিয়ে ভান্ডারিয়া রোডের দিকে ঢোকার সময়ে হেলপার ছিটকে পড়ে। এতে ডান পায়ের বাসের চাকার নিচে চলে যায়। এতে পায়ের পাতা থেঁতলে অনেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা স্থানীয়রা মিলে হেলপারকে বাসের নিচ থেকে বের করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-এ-বাংলা হাসপাতালে পাঠিয়ে দেন। এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework