জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৫:২৯ অপরাহ্ন

জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) এই তালিকা উন্মুক্ত করা হয়।


ওয়েবসাইটে ৮৫৮ জন নিহত এবং ১১ হাজার ৫৫১ জন আহতের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাগুলো চূড়ান্তকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং ৬৪টি জেলা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের খসড়া তালিকা দুটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।


এ বিজ্ঞপ্তিতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ অথবা প্রতিনিধিদের কাছে নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই/সংশোধন/চূড়ান্ত করার জন্য মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদি কারো কোনো মতামত, পরামর্শ বা সংশোধন থাকে, তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইল (muspecialcell36@gmail.com) এ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework