চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে মানববন্ধন ও বিক্ষোভ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ০১:২৭ অপরাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঘটনা অন্যদিকে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলা চিওড়া ইউনিয়নের জিনিদকরা চৌধুরী বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহিন শিকদার, এয়াকুব আলী, এয়াছিন মিয়া, রাকিব হোসেন, মাঈন উদ্দিন, দুলাল মিয়া, আবুল হোসেন, আলমগীর হোসেন, মমিন মিয়া, জিয়াদ হোসেন, আছিয়া বেগম, জফুরা বেগম, মোমেনা বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, আবদুর রশিদের সাথে তার ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের দীর্ঘ ৮ বছর ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার সামাজিকভাবে শালিশ হলেও সিদ্ধান্ত মানেনি আবদুর রশিদ। পরবর্তীতে ১৯ মার্চ সামাজিকভাবে তিন ভাইয়ের বিরোধ মীমাংসার চেষ্টাকালে রশিদের নেতৃত্বে হামলা করে।
প্রতিবেশী এয়াকুব আলী বলেন, ১৯ মার্চ তাদের বাপ-দাদার ঘরটি তারা নিজেরাই ভেঙে ফেলে। এর আগে কয়েকবার শালিশ বৈঠকে আমি উপস্থিত ছিলাম। শালিশের কোন রায় আবদুর রশিদ মেনে নিতো না।
বিধবা মোমেনা বেগম বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করে খাই। আমার ঘর করার জন্য আবদুর রশিদ বারবার বাধা দিচ্ছে। রশিদের বউ ও ছেলেরা আমার উপর অত্যাচার করে।
স্বামী আছিয়া বেগম বলেন, আমার বসতবাড়ি নিয়ে আবদুর রশিদ ছিনিমিনি খেলছে। এ বসতবাড়ি যেন ছেড়ে চলে যাই, সেজন্য তারা আমার উপর অত্যাচার-নির্যাতন করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework