কর্মসূচি অনুযায়ী ১লা বৈশাখ ১৪৩২ খ্রিষ্টাব্দকে স্বাগত জানাতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টার পদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হল প্রাঙ্গণে এসে শেষ হয়। বৈশাখের ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার, ফেস্টুন ও ঢোল-বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপি আহ্বায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, আ. ন. ম. সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজি লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী, গিয়াসউদ্দিন। পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, মাইনুল আহসান মাসুদ, ফরিদ আহমেদ শাহীন, নাসির উদ্দিন। উপজেলা বিএনপি সদস্য এনামুল হক চুট্টু, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, ইসমাইল হোসেন, ডা. আনোয়ার হোসেন, ডা. মাইন উদ্দিন আহমেদ মজুমদার।
উপজেলা যুবদল আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া, মো. জোবায়ের হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা তাঁতি দলের সভাপতি ইব্রাহীম খলিলসহ উপজেলা ও পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।