চকরিয়ায় আওয়ামী লীগের নেতার অফিস থেকে শটগান ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক চকরিয়া ::
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১২, ০১:২৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৮ রাউন্ড কার্তুজ ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভেন্ডিবাজারস্থ আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন এর মালিকানাধীন আইয়ূব চৌধুরী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ও চকরিয়া সেনা ক্যাম্পের মেজর রাফিউল ইসলাম উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল টিম অভিযান চালায়। লাইসেন্সকৃত অস্ত্র নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও থানায় জমা না হওয়ায় এমন তথ্যের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের ছেলের ব্যবসা প্রতিষ্ঠান আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশন অফিস কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও জমা না করা একটি শর্টগান আগ্নেয়াস্ত্র এবং ২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় গিয়াসউদ্দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework