চকরিয়ার মাতামুহুরী নদী থেকে অবৈধ ভাবে বালু উওোলন, দুটি ডাম্বার ট্রাক ও স্কেভেটর গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক চকরিয়া ::
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ০৩:১৭ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এখনো থেমে নেই। স্থানীয় প্রশাসনের বারবার অভিযানের পরও নদীর বিভিন্ন পয়েন্টে থামানো যাচ্ছে না বালুদুস্যতা। এই অবস্থায় আবারও বালু উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে সর্বশেষ গতকাল শনিবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ডাম্বার ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এরফান উদ্দিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা, বনের ক্ষতি নিষেধক্রমে বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার টাঙিয়ে সতর্কীকরণ করা হচ্ছে । নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework