গাজীপুর আদালত থেকে দুই আসামি ছিনতাই, হামলাকারীরা অজ্ঞাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৬, ০৫:১৭ অপরাহ্ন

গাজীপুরের আদালত প্রাঙ্গণ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ৩০-৪০ জনের একটি দল আদালত চত্বরে প্রবেশ করে হঠাৎ এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে দুই আসামিকে নিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনজীবীরা এ ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework