গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে তেতুলিয়ায় ইসরাইল বিরোধী বিক্ষোভ

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ০৫:৩৭ অপরাহ্ন

তেতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) তেতুলিয়া সরকারি কলেজ ও ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর বাজার গোল চত্বরে এসে শেষ হয়।

ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, তেতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমন, সদস্য সচিব আদনান, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব মো. শাকিল সহ খালেদা জিয়া বালিকা দি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

তেতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্যসমূহ বয়কট করে দোকানদারদের কেউ তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework