গাইবান্ধায় দেড়যুগ পর কর্মী সম্মেলন: জনসমাবেশে রূপ নিলো কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৬:০৭ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, গত সাড়ে ১৫ বছর ধরে দেশে রক্তপাত, গুম, এবং হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র বিরাজমান। শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, "২০০৬ সালে আওয়ামী লীগ সরকারের লঘি-বৈঠার তাণ্ডব এবং পিলখানা হত্যাকাণ্ডসহ শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নির্মম হত্যার জন্য সরকার দায়ী। হাজারো মরদেহ ড্রেনে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অথচ এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আজও হয়নি।"

তিনি আরও বলেন, "পিলখানার ঘটনার পর বিডিআরের নাম এবং পোশাক পরিবর্তন হলেও সেই হত্যাকাণ্ডের তদন্ত আজও আলোর মুখ দেখেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তখন এই হত্যাকাণ্ড নিয়ে উপহাস করেছিল, আর আজ তার দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর সাহসও পাচ্ছেন না।"

গাইবান্ধার জনগণের উদ্দেশ্যে জামায়াতের আমীর প্রতিশ্রুতি দিয়ে বলেন, "ক্ষমতায় গেলে আমরা বৈষম্যহীন, মানবিক এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ে তুলবো। গাইবান্ধার মানুষের উন্নয়নে আমি নিজে কাজ করবো এবং বঞ্চনার শিকার যেন না হয় তা নিশ্চিত করবো।"

দেড়যুগ পর গাইবান্ধায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সকাল থেকেই ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরে যায়। সম্মেলনটি কর্মী সম্মেলন হলেও তা জনসমাবেশে পরিণত হয়। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল ও স্লোগানে মুখরিত নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকাটি জমজমাট হয়ে ওঠে। মাঠ পূর্ণ হওয়ায় আশপাশের সড়কেও কর্মীদের অবস্থান করতে দেখা যায়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework