কুড়িগ্রামে বিএসএফের বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণের ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০৪:০০ অপরাহ্ন

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর প্রতিবাদের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ক্যামেরাটি খুলে নেয়।

এটি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান।

পূর্বে, ৯ ফেব্রুয়ারি, বিএসএফ শূন্য রেখায় ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে একটি ইউক্যালিপটাস গাছের উপর সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল, যা বাংলাদেশের দিকে তাক করা ছিল। পরদিন স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে, বিজিবি বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়ে ক্যামেরাটি অপসারণের দাবি জানায়। এরপর একাধিক আলোচনার পর বিএসএফ ক্যামেরাটি অপসারণের আশ্বাস দেয়।

স্থানীয়রা জানান, ঝাকুয়াটারী সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ কাজ চলছে এবং সেই স্থানেই বিএসএফ রাতের বেলা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework